ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অনুষ্ঠান ‘বইমেলা প্রতিদিন’। কথাপ্রকাশ নিবেদিত সরাসরি এই অনুষ্ঠানে উপস্থাপন করা হবে একুশে বইমেলার প্রতিদিনের চালচিত্র।
আদিত্য নজরুলের সার্বিক তত্ত্বাবধান এবং অনন্ত জাহিদের প্রযোজনায় ‘কথাপ্রকাশ বইমেলা প্রতিদিন’ অনুষ্ঠানটি জিটিভিতে প্রচারিত হবে ২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে।
অনুষ্ঠানে থাকবে লেখক, প্রকাশক ও পাঠকদের সাক্ষাৎকার। এছাড়াও অনুষ্ঠানের একটি অংশে থাকবে নির্বাচিত বই সম্পর্কে আলোচনা।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন ‘আমাদের প্রাণের মেলাকে প্রাণবন্ত করে দর্শকদের সামনে তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি দর্শকরা প্রাণের স্পর্শ পাবেন।’