স্বামী জেন গুডএনাফের অনুপ্রেরণায় তিন বছর পর বলিউডে ফিরছেন প্রীতি জিনতা। সানি দেওলের বিপরীতে 'ভাইয়াজি সুপারহিট' ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির কাজ প্রায় শেষের পথে।কামব্যাক নিয়ে যদিও কোনও চাপ নিচ্ছেন না প্রীতি। কারণ তিনি ছবির প্রযোজনায় নেই। শুধু অভিনয়টার ওপরেই বেশি মনোযোগ দিচ্ছেন। স্বামীর কারণেই সেটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রীতি।
বলিউডের এই মিষ্টি মেয়ে বলেন, স্বামীই তাকে বুঝিয়ে রাজি করিয়েছেন। তার নিজের অভিনয় করার ইচ্ছে ছিল না। ঘর সংসার আর ব্যবসা- এই নিয়ে স্বাচ্ছন্দ্যে ছিলেন।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা