তামিল থেকে বাংলা সব জায়গাতেই খ্যাতি কুড়িয়েছেন রাধিকা আপ্তে। এবার সিনে পর্দা থেকে সোজা রেড কার্পেটে হাঁটলেন এই নায়িকা।
গত মঙ্গলবার ভারতের মোস্ট স্টাইলিস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আর সেখানে ব্যাকলেস মেরুন পোশাকে আগুন ধরালেন রাধিকা তার ভক্তদের মনে।
এই ব্যাকলেস গাউনে নিজেকে অন্যরকমভাবে তুলে ধরেছেন রাধিকা। অনুষ্ঠানে রাধিকার এই ব্যাকলেস গাউন নিয়েও চলে আলোচনা। সেইসাথে উপস্থিত ভক্তরাও ছিলেন উন্মাদ।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/হিমেল