জার্মানীতে জন্মগ্রহণকারী বলিউড অভিনেত্রী এভলিন শর্মা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাতরাশ অনুষ্ঠানে যোগ দিয়ে সবাইকে বেশ চমকে দিয়েছেন। ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে গত ২ ফেব্রুয়ারি আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেত্রী। খ্রিস্টান ভাবধারার অনুসারী এ অভিনেত্রী অনুষ্ঠানে বিশ্বের বড় বড় সব রাষ্ট্রনেতা ও তাদের প্রতিনিধিদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
মার্কিন কংগ্রেসের সদস্যদের আয়োজিত এ অনুষ্ঠানে বেশ অনুপ্রেরণাদায়ক বক্তৃতাও দেন এভলিন। অনুষ্ঠানে ১৩০টি দেশের প্রায় ৩ হাজারের বেশি অতিথি অংশ নেন। জানা যায়, জর্দানের কিং আব্দুল্লাহর পরেই বক্তব্য দেন এভলিন। এভলিনের মুখপাত্র ডেল ভাগওয়াগার জানান, বিশেষ এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সেলিব্রেটিসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারীরা এক হন। এমন একটি অনুষ্ঠানে এভলিনের অংশগ্রহণ তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। অনুষ্ঠানে এভলিন তার জীবনের বিশ্বাস, মূল্যবোধসহ অন্যান্য বিষয় শেয়ার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার