জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবি 'একটি সিনেমার গল্প'তে অভিনয় করছেন না পূর্ণিমা। ছবিতে তার স্বামীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের। কিন্তু প্রসেনজিৎ ছবিটি করছেন না।
প্রসেনজিতের চরিত্রে আলমগীর নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই ছবিটি থেকে সরে আসলেন পূর্ণিমা। তিনি বলেন, আমি ছবিটি করছি না। কারণ আলমগীর ভাইয়ের স্ত্রীর চরিত্রে আমাকে মানাবে না। সব মিলিয়ে ছবিটি এখন আর করা হচ্ছে না আমার।
আলমগীরের পরিচালনায় 'একটি সিনেমার গল্প'তে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ ও ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। আগামী ৫ সেপ্টেম্বর থেকে যৌথ প্রযোজনায় ছবিটির শুটিং শুরু হবে।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ফারজানা