বলিউড পরিচালক মধুর ভান্ডারকরকে খুনের চেষ্টার অভিযোগে অভিনেত্রী প্রীতি জৈনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে মুম্বই আদালত। শুক্রবার সাজা ঘোষণা করা হয়।
মধুর ভাণ্ডারকরের বিরুদ্ধে ২০০৪ সালে ধর্ষণের অভিযোগ আনেন প্রীতি। তাঁর অভিযোগ ছিল, সিনেমায় নায়িকা করবেন বলে প্রীতির সঙ্গে ১৯৯৯ সাল থেকে সহবাস করে আসছিলেন মধুর। ২০০৪ সালের মধ্যে নানা বাহানায় মধুর তাঁকে মোট ১৬ বার ধর্ষণ করেছিলেন বলেও পুলিশের কাছে বলেছিলেন প্রীতি।
পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নিয়ে বিবাদ গড়ায়। শীর্ষ আদালত মধুরকে বেকসুর খালাস করে দেয়। আর এরপরই ২০০৫ সালে গ্রেফতার হন প্রীতি। সিরিয়াল কিলার দিয়ে তিনি মধুরকে খুনের ষড়যন্ত্র করেছিলেন বলে পুলিশে অভিযোগ দায়ের হয়।
বিডি-প্রতিদিন/২৮ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ