অনেক নাটকীয়তার পর অবশেষে ভারতের সিনেমা হলে মুক্তির অনুমতি পেল নারীবাদী কাহিনীর সিনেমা ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’।
ভারতের ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এফসিএটি) সিদ্ধান্ত নিয়েছে যে, সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের উপযোগী সার্টিফিকেট দিয়ে সিনেমা হলে দেখানো যায়। এর মানে হচ্ছে, ১৮ বছরের নিচের কারো এ সিনেমাটি হলে গিয়ে দেখার অনুমতি নেই।
বহুদিন ধরে নিজের সিনেমা নিয়ে সেন্সর বোর্ডের (সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন, সিবিএফসি) সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পর শেষমেশ নিজের সিনেমাটি হলে দেখানোর অনুমতি পাওয়ায় ভীষণ খুশি সিনেমার প্রযোজক প্রকাশ ঝাঁ।
তার মতে, তার সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ড যেভাবে ব্যাখ্যা করেছে, সেটা হাস্যকর। তার সিনেমার গল্প চারজন মেয়েকে ঘিরে— যারা নিজেদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, ক্যারিয়ার আর যৌনজীবন সবকিছু নিয়ে কথা বলে।
তবে সেন্সর বোর্ডের পুরুষতান্ত্রিক ধ্যানধারণার লোকেরা গল্পটাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। কারণ তাদের দেশে কোন মেয়ে নিজের কথা ভাবছে, নিজের জন্য কথা বলছে, এ ধারণাটাই স্বাভাবিকভাবে নেয়া হয় না। কিন্তু প্রকাশ নিশ্চিত ছিলেন, যুক্তিসঙ্গত দৃষ্টিকোণ থেকে সিনেমাটিকে দেখলে পরে এটার প্রদর্শন নিয়ে আর কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। আর সে কাজটাই এফসিএটি করেছে, তারা সিনেমার সামান্য কিছু দৃশ্য কাটতে বলা ছাড়া তেমন কোনো বিধিনিষেধ জারি করেনি সিনেমাটির ওপর।
‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ বোরকা সিনেমাটিতে অভিনয় করেছেন কঙ্কনা সেন, রতনা পাঠক ও অহনা কুমারা। গল্প ও পরিচালনা করেছেন অলঙ্কৃত শ্রীভাস্তভ।
সূত্র: ইকোনোমিক টাইমস
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৭/ ই জাহান