২০১৬ সালেই রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ বিয়ে করবেন বলে শোনা গিয়েছিল। কিন্তু বিয়ে নয়, বিচ্ছেদের পথ বেছে নেন তারা। কিন্তু আবার একটি সেলফিতে বন্দি হলেন এই সাবেক তারকা জুটি।
‘জাগগা জাসুস’ ছবিতে অভিনয় করেছেন তারা। এই বছর মুক্তির কথা থাকলেও আটকে গেছে ‘জাগগা জাসুস’ ছবির কাজ। কারণ এককালের এই প্রেমিক প্রেমিকা এখন একে অপরের ছায়া মাড়াতে চান না । শোনা গিয়েছিল, ছবির কাজ শেষ হলেও একসঙ্গে প্রচারণা করবেন না সাবেক যুগল।
তবে সেই বরফ গলেছে সম্প্রতি। শুরু হয়েছে ছবির প্রচারের কাজ। আর সেই প্রচারের এক পর্যায়ে একই সেলফিতে বন্দি হলেন রণবীর ও ক্যাটরিনা। তাদের সঙ্গে সেলফিতে আছেন ছবির আরেক অভিনেত্রী সায়নী গুপ্তা।
শোনা যাচ্ছে, তাদের অভিনীত শেষ সিনেমা ‘জাগগা জাসুস’ ছবিটি আগামী ১৪ জুলাই মুক্তি পেতে পারে। ছবিটি পরিচালনা করেছেন ‘বরফি’ খ্যাত পরিচালক অনুরাগ বসু।
সূত্র- ডেকান ক্রনিকলস
বিডি-প্রতিদিন/ ৩০ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮