ব্ল্যাক ম্যাজিক বা কালো যাদু। অতিমানবিক ও অশুভ শক্তির সাধনায় অসম্ভবকে হাসিল করার বিদ্যা। সৃষ্টির শুরু থেকেই এর অস্তিত্ব আছে। প্রাগতৈহাসিককালের মাজিরা যেসব কর্মকাণ্ড করতেন আধুনিককালে তাকেই ম্যাজিক বলা হয়। আর অশরীরী কোনো আত্মা বা জ্বিন-ভূতকে বশীকরণ করে অসাধ্য সাধনের বিদ্যাকে বলে নেক্রোম্যান্সি বা কালো জাদু। কিন্তু আধুনিককালেও চলছে এই কালো জাদুর নামে ভণ্ডামি, ধকাবাজি।
লোকে বলে সাপুড়েরা নাকি নানা ধরনের যাদু টোনা করে, চর্চা করে ব্ল্যাক ম্যাজিকের। সেই চর্চা কেমন, কোন ধাঁচের?
বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রোগ্রাম টিম আন্ডারকভারের ক্যামেরায় এবার উঠে এসেছে সাভারের সাপুড়ে পল্লীতে ব্ল্যাক ম্যাজিকের নামে চলা ভণ্ডামির চিত্র।
শনিবার আশিকুর রহমান শ্রাবণের উপস্থাপনায় প্রচারিত হয় এ পর্বটি।
বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম