ধর্মীয় কোনো দলের সঙ্গে কখনও জড়িত ছিলেন না বলে জানিয়েছেন ঔপন্যাসিক কাসেম বিন আবুবাকার। আজ রবিবার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজটোয়েন্টিফোরে 'কাসেম বিন আবুবাকার এক্সক্লুসিভ'-এ এ কথা জানান তিনি।
নঈম নিজামের সঞ্চালনায় বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধর্মীয় কোনো দলের সঙ্গে জড়িত না হলেও মসজিদের ইমামের কথায় এক বন্ধুর সঙ্গে একবার রাজধানীর কাকরাইলে তাবলীগ জামায়াতে গিয়েছিলাম।
কখনও মাদ্রাসায় না পড়লেও প্রচুর ইসলামি বই পড়াশুনা করেছেন বলেও জানান কাসেম বিন আবুবাকার।
বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম