আমি একটি মেয়েকে ভালো বেসেছিলাম। কিন্তু আমার ভালোবাসা পরিবার মেনে নেয়নি। আমার সেই ভালোবাসার মানুষটি আজো জীবিত আছে।
রবিবার বিকাল ৪টায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে লাইভ অনুষ্ঠান 'কাসেম বিন আবুবাকার এক্সক্লুসিভ' শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন বাংলাদেশের বর্ষীয়ান ও জনপ্রিয় লেখক কাসেম বিন আবুবাকার।
নঈম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে নিজের লেখা উপন্যাসসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরবেন কাসেম বিন আবুবাকার।
তার ভালোবাসার মানুষটির নাম রহিমা বলেও জানান কাসেম বিন আবুবাকার।