'বাহুবলী' সিরিজ অর্থাৎ ‘দ্য বিগিনিং‘ এবং 'দ্য কনক্লুশন' সব অর্থেই ভারতীয় সিনেমার মোড় ঘুরিয়ে দিয়েছে। বক্স অফিস কালেকশন থেকে শুরু করে গ্রাফিক্সের ব্যবহার-সব কিছুতেই যেন ভারতীয় সিনেমাকে এক নতুন দিশা দেখিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার আসতে চলেছে 'বাহুবলী'র তৃতীয় ভাগ।
এই নতুন সিরিজের নাম- 'বাহুবলী' দ্য লস্ট লেজেন্ডস'। তবে এবার আর বড়পর্দায় নয়‚ 'বাহুবলী'কে দেখা যাবে ছোটপর্দায়। অ্যানিমেশন সিরিজ হিসেবে। এই সিরিজ তৈরির করার পিছনে আছেন এস এস রাজামৌলি‚ শরদ দেভরঞ্জন এবং অর্ক মিডিয়াওয়ার্কস। মহিষমতি নগরীর ও বাহুবলীরই গল্প বলবে এই নতুন সিরিজ। দেখা যাবে কালার্স চ্যানেলে।
এখনো যদিও লঞ্চ ডেট ঠিক হয়নি তবে বড়পর্দার মতোই ছোটপর্দাতেও 'বাহুবলী'র সাফল্যের ব্যাপারে আশাবাদী চ্যানেল কর্তৃপক্ষ ও নির্মাতারা।
বিডি প্রতিদিন/ ০২ জুন ২০১৭/আরাফাত