বলিউড অভিনেত্রী সোনম কাপুরের 'কান'র রেড কার্পেট অ্যাপিয়ারেন্স নিয়ে আলোচনা সর্বত্র। দেশের অন্যতম সেরা ফ্যাশন কুইনদের মধ্যে তিনি একজন। এই নিয়ে টানা সাত বছর কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন সোনম কাপুর। ফ্রেঞ্চ রিভেরিয়ায় শাড়ি কিংবা মিন্টি গ্রিন রঙের মাসাবা গুপ্তের আউটফিট, তার পোশাকে চমক থাকবেই।
এবারের 'কান'র অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, এ বছর বেশির ভাগই ভালো রিভিউ পেয়েছি আমি। বিশেষ করে, অনেকেই গোলাপি টোনের মেকআপটা খুব পছন্দ করেছিলেন। আমি মেকআপ ব্র্যান্ডের প্রতিনিধি হয়ে যায়। তাই ওখানে গিয়ে মজা করাটাই আমার কাজ। সিডিউল হেকটিক হলেও আমি উপভোগ করি।
সম্প্রতি শবানা আজমি মন্তব্য করেছেন, সিনেমার বদলে এখন ফ্যাশনটাই মুখ্য হয়ে উঠেছে কান’এ। এর জবাবে সোনম বলেন, আমার সেটা মনে হয় না। আমি একটা মেকআপ ব্র্যান্ডের হয়ে যায় বটে। কিন্তু যদি কোনো ছবির জন্য যেতাম, তাহলে আরো অন্য রকম কিছু করতাম। যেহেতু কসমেটিক্স ব্র্যান্ডের জন্যে যায়, তাই সেজেগুজে ঘুরে বেড়াই আর মজা করি। আর কী করব বলুন?
বিডি প্রতিদিন/ ০২ জুন ২০১৭/আরাফাত