'টিউবলাইট' এর প্রচারে এসে নতুন আলোচনার জন্ম দিলেন বলিউড তারকা সালমান খান। অনুষ্ঠানের এক পর্যায়ে নিজের পরনের জিন্সটির সুতা ছিড়তে শুরু করেন সালমান। পরে সেটি কিছু সময় ধরে গোল্লা পাকিয়ে মুখে পুরে দেন।
একাধিকবার সালমান সাংবাদিকদের ক্যামেরার সামনে নিজের জিন্সের সুতা ছিঁড়েছেন এবং মুখে পুরেছেন। পরে সেই ঘটনায় ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
কবির খানের পরিচালনা 'টিউবলাইট' ছবিতে আরও অভিনয় করেছেন সালমানের ছোট ভাই সোহেল খান ও চীনা অভিনেত্রী ঝু ঝু। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৩ জুন।
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা