হুট করেই চীনা ভাষার উপর আকৃষ্ট হলেন 'বাহুবলি' খ্যাত প্রভাস। প্রথমে এমনটা শুনে একটু চমকে গেলেও, অনেকে ভাবতেই পারেন প্রভাস হয়তো এবার চীনা ভাষার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। তবে বলে রাখি আদতে এরকম কোনও কিছুই হচ্ছে না। প্রভাস চীনা ভাষা শিখছেন তার কারণ চীনে প্রায় ৬ হাজার স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। তার জন্যেই এতো তোরজোড় চলছে। কারণ বাহুবলি এবার তৈরি চীন পাড়ি দিতে।
সম্প্রতি চীনের সিনেমার ইতিহাসে রেকর্ড করেছে আমির খানের ‘দঙ্গল’। চীণে মোট ৯ হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে, মাত্র পনেরো দিনে দর্শকের বিচারে শীর্ষ স্থান দখল করে নিয়েছে এই ছবি। শুধু তাই নয় চীনে মুক্তি পাওয়া ৩৩ তম ছবি ‘দঙ্গল’ যার বক্স অফিস কালেকশন এরমধ্যেই ভারতীয় মুদ্রায় ৯৪৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
তাই দঙ্গল কে টেক্কা দিতে সব রকম প্রস্তুতি নিছে বাহুবলি। আসা করা যায় চীনের বাজারে অবশ্যই সাফল্য অর্জন করবে ‘বাহুবলী ২: দ্য কনক্লিউশান’।
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫