ভারতে বিনোদন শিল্পের ক্ষেত্রে যদি জিএসটি-র হার অন্তত অর্ধেক করা না হয়, তাহলে সিনেমায় অভিনয় করাই ছে়ড়ে দিতে বাধ্য হবেন তিনি। এমনটাই জানালেন দক্ষিণী ছবির সুপারস্টার অভিনেতা কমল হাসান।
ভারতে এখন বিভিন্ন পণ্যের ওপর আলাদা ভাবে কর আদায় করা হয়। কিন্তু মোদি সরকার ক্ষমতা আসার পর সব ধরণের করকে একত্রিত করে একটি মাত্র কর ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রস্তাবিত এই করব্যবস্থাকে বলা হচ্ছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি।
জানা গেছে, এই জিএসটির আওতায় পড়বে না খাদ্যশস্য ও দুধ। তবে ঠাণ্ডা পানীয়, ছোট-বড় গাড়ি, এসি, রেফ্রিজারেটরের মতো কিছু বিলাস সামগ্রীকে সর্বোচ্চ স্তরের করের আওতায় ফেলা হয়েছে। আর বিনোদনের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের সব কর বাতিল করে, ২৮ শতাংশ হারে একটি কর চালুর করার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল।
এ প্রসঙ্গে অভিনেতা কমল হাসান বলেন, ‘আমরা জিএসটি ও ওয়ান ইন্ডিয়া, ওয়ান ট্যাক্সের ধারনাকে স্বাগত জানাচ্ছি। কিন্ত বিনোদনের ক্ষেত্রে যে হারে কর লাগু করা হচ্ছে, তাতে আঞ্চলিক সিনেমা ধ্বংস হয়ে যাবে। বিনোদনের ক্ষেত্রে জিএসটির হার ১২ থেকে ১৫ শতাংশ করা উচিত। যদি আমি ট্যাক্সই দিতে না পারি, তাহলে তো আমাকে অভিনয় ছেড়ে দিতে হবে। সরকারের জন্য কাজ করব না।’
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩