দেবসেনা নামটি শুনলেই সবার চোখের সামনে ভেসে ওঠে আনুশকা শেট্টির মুখ। কিন্তু এবার আনুশকা শেট্টি নয়, টেলিভিশনে আসছেন অন্য এক দেবসেনা। গল্পটি আলাদা হলেও লিখছেন সেই ‘বাহুবলী’ রচয়িতাই।
আর মাত্র কয়েক সপ্তাহ পরেই টেলিভিশনের পর্দায় আসছে ‘দেবসেনা’। তবে ‘বাহুবলী’-র গৌরবর্ণা দেবসেনা নয়। এই দেবসেনার গায়ের রং কালো। কারণ সে দ্রাবিড়কন্যা এবং দ্রাবিড়রাজের সিংহাসনের রানী। এই দেবসেনার সঙ্গে ‘বাহুবলী’-র দেবসেনার বাহ্যিক কোনও মিল নেই। তবে দুটো মিল খুঁজে পাওয়া যেতেই পারে। প্রথমত দুই দেবসেনাই যোদ্ধা এবং সাম্রাজ্য রক্ষা করতে অগ্রণী। আর দ্বিতীয়ত স্টার প্লাসের যে নতুন ধারাবাহিকে দেখা যাবে এই দেবসেনার গল্প, সেই ধারাবাহিকের রচয়িতাই আদতে ‘বাহুবলী’ সিরিজের লেখক বিজয়েন্দ্র প্রসাদ।
মেগাবাজেট এই টেলিভিশন ধারাবাহিকটি আগামী ২৪ জুন থেকে সম্প্রচারিত হবে স্টার প্লাসে। এই ধারাবাহিক দিয়েই টেলিভিশনে ডেবিউ করতে চলেছেন তনুজা। ধারাবাহিকের গল্পের মূল ভিত্তি আর্য ও দ্রাবিড় সভ্যতার সংঘাত। আর্য সাম্রাজ্যের দায়িত্ব বরুণদেবের হাতে। দ্রাবিড়দের হারিয়ে কীভাবে দেশ দখল করল আর্যরা, সেই গল্পই বলবে এই ‘কল্প ইতিহাস’। অর্থাৎ পুরোপুরি ইতিহাস নয়, ইতিহাসের মতো। চরিত্রগুলি কাল্পনিক এবং ঘটনাক্রমও।
দেবসেনার ভূমিকায় দেখা যাবে কার্তিকা নায়ারকে আর বরুণদেবের ভূমিকায় অভিনয় করছেন রজনীশ দুগ্গল। এই ধারাবাহিকের একাধিক প্রোমো ইতিমধ্যেই এয়ার হয়েছে এবং বলা বাহুল্য, সাড়া ফেলে দিয়েছে। ধারাবাহিকের মেকিং মনে করিয়ে দিতে পারে ‘গেম অফ থ্রোনস’-কে।
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬