পাঁচ বছর আগে শেষ বারের মত বড় তিনি পর্দায় এসেছিলেন সাদাসিধে এক গৃহবধূ হিসেবে। যত্ন সহকারে শিখেছিলেন ‘ইংলিশ ভিংলিশ’। বহুদিন বাদে বড়পর্দায় তার আগমনকে সাদরে গ্রহণ করেছিলেন দর্শকরা। বক্স অফিসের হিসেবে হিটের তকমা পেয়েছিল শ্রীদেবীর কামব্যাক ছবিটি। কিন্তু সে ছিল ২০১২ সালের কথা। তারপর আর বলিউডের পর্দায় দেখা যায়নি শ্রীদেবী। মাঝে রানি হিসেবে পর্দায় এসেছিলেন বটে তবে তা তামিল ছবি ‘পুলি’-তে। এরপর ফের চলে গিয়েছিলেন স্বেচ্ছায় অবসরে।
শোনা গিয়েছিল, আর ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন এই নায়িকা। চিত্রনাট্য পছন্দ হলে তবেই বড়পর্দায় দেখা মিলবে তার। এতদিন বাদে মিলল তার নমুনা। স্বামী বনি কাপুরের প্রযোজনায় বেশ নজরকাড়া চিত্রনাট্য নিয়েই সেলুলয়েডে ফিরছেন শ্রীদেবী। সামনে এল তার নতুন ছবি ‘মম’-এর থিয়েট্রিক্যাল ট্রেইলার।
প্রথম ঝলকেই নজর কেড়েছে শ্রীদেবীর ‘মম’। ধীরে ধীরে সামনে আসে ছবির বাকি চরিত্ররাও। একদিকে রয়েছেন অক্ষয় খান্নার মতো শক্ত অভিনেতা, অন্যদিকে নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো জাত পারফরমার। দু’জনের পাশাপাশি স্বমহিমা বজায় রেখেছেন শ্রীদেবীও। তিনজনের কেরামতিতে ট্রেইলারই বাজিমাত করেছেন পরিচালক রবি উদ্যায়ার। সেই সঙ্গে বাড়তি পাওনা এ আর রহমানের মিউজিক।
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯