একটি বিশেষ কারণে নিজের অনুরাগীদের কাছে অনুরোধ করে বসলেন বলিউড কিং শাহরুখ খান। টুইট করে জানিয়েছেন তার সেই আবেদন।
মনীষা কৈরালার জন্য বিশেষ এই অনুরোধ করেছেন কিং খান। গত ২ জুন মুক্তি পেয়েছে মনীষার ছবি ‘ডিয়ার মায়া’। সেটাই সকলকে দেখতে অনুরোধ করেছেন এস আর কে।
শাহরুখ খান টুইট করে বলেছেন, ‘আমার বন্ধু মনীষার ছবি ডিয়ার মায়া মুক্তি পেয়েছে। কারও কল্পনার থেকেও ও বেশি সুন্দর ছবিটি, সকলে গিয়ে ছবিটা দেখুন প্লিজ।’
বিডি-প্রতিদিন/ ৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১