বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের কাছে হেরে যান ওমর সানী। মাস খানেক আগে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কমিটির অন্য সদস্যদের কাছে কয়েকটি প্রশ্ন রেখেছেন এক সময়ের জনপ্রিয় এ নায়ক।
এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আমি প্রশ্ন করছি? আমার শিল্পী সমিতিকে প্রশ্ন করছি? শাকিব খানের উপর আঘাত করা হলো, আমরা চুপ! রাজ্জাক স্যারকে অপমান করা হলো, আমরা চুপ! বাপ্পারাজকে অপমান করা হলো, আমরা চুপ! অভিনেতা চিকন আলীকে আঘাত করা হলো, আমরা চুপ! আলমগীর স্যার নাকি চলচ্চিত্র বোঝেন না, এখানেও আমরা চুপ!’
তিনি আরও লেখেন, ‘কী বললে আমরা কথা বলব এটা বলবেন কি মিশা ও জায়েদ এবং অন্য কর্মকর্তারা? আমরা জানতে চাই। বি. দ্র. আমাদের চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের সন্মানিত সকলকে অনুরোধ করছি- আমাদের প্রাণ প্রিয় শিল্পী সমিতিকে সহযোগিতা করবেন।’
বিডি প্রতিদিন/৩ জুন ২০১৭/এনায়েত করিম