কপিল শর্মা শোয়ে সম্প্রতি হাজির হয়েছিলেন গুলশান গ্রোভার। এ সময় ক্যাটরিনাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে গুলশান বলেন, ‘বুম সিনেমায় ক্যাটরিনার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। এক টেকে এই দৃশ্যটির শুটিং শেষ করতে বহুবার ক্যাটরিনার সঙ্গে রিহার্সেল করেছিলাম। পরে অন্তরঙ্গ এই দৃশ্যটি ক্যাটরিনা খুব সাবলীলভাবে করেছিল। নবাগতা একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন দৃশ্যে অভিনয় করাটা বেশ কঠিন। কিন্তু দৃশ্যটি একেবারে জমিয়ে করেছিলেন ক্যাটরিনা।’
উল্লেখ্য ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। অভিষেক চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি। এই দৃশ্যে ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছিলেন গুলশান গ্রোভার।
এরপর অনেক সিনেমায় এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন ক্যাটরিনা। তবে প্রথম দিনের সেই অভিজ্ঞতার জন্য আজও পরিচালকরা এক টেকেই কাট বলতে পারেন। অভিনয় আর শরীরি সৌন্দর্যে বলিউডে শক্ত জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় চলচ্চিত্র। বর্তমানে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শুটিং করছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চলছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডিপ্রতিদিন/ ৪ জুন, ২০১৭/ ই জাহান