বলিউড তারকা অমিতাভ বচ্চনকেই গেম শো কৌন বনেগা ক্রোড়পতির উপস্থাপক হিসেবে দেখা যাবে। অভিনেতা নিজেই ব্যক্তিগত ব্লগ ও টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে খবর চাউর হয়, তার ছেলের বৌ ঐশ্বরিয়া রাই এবার উপস্থাপনা করবেন। মাধুরী দিক্ষিতের নামও শোনা গিয়েছিল।
তবে কৌন বনেগা ক্রোড়পতির শো'র নবম পর্বেও যে অমিতাভই থাকছেন- এটি এখন নিশ্চিত। অমিতাভকে নিয়ে শো'র শ্যুটিংও শুরু হয়ে গেছে। সেটের একাধিক ছবি টুইটারে দিয়েছেন অমিতাভ। এবারের পর্ব প্রচারিত হয়ে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে।
২০০০ সালে শুরু হওয়া গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র তৃতীয় মৌসুম ছাড়া প্রতিবারই উপস্থাপক ছিলেন অমিতাভ। তৃতীয় মৌসুমে অভিনেতা শাহরুখ খান উপস্থাপনা করেছিলেন। অসুস্থ থাকায় অমিতাভ নিজে থেকেই কাজটি ছেড়ে দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/৪ জুন, ২০১৭/ফারজানা