ভারতে গরুর মাংস নিষিদ্ধ করা নিয়ে সম্প্রতি মন্তব্য করে বসলেন বলিউডের লাস্যময়ী তারকা এশা গুপ্তা। এশা নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও প্রকাশ করে জানালেন, গরুর মাংস নিষিদ্ধের জন্য ভারতে যত গুরুত্ব দেয়া হচ্ছে, একইভাবে যদি মানবদেহের জন্য ক্ষতিকর সিগারেট নিষিদ্ধ করার কথা বলা হত, তাহলে মানুষের সুস্থ্য জীবন-যাপনের জন্য কাজে লাগত।
এদিকে সোশাল মিডিয়ায় দেশটির বিতর্কিত ইস্যু নিয়ে এশার এমন ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। ভারতে গরুর মাংস নিষিদ্ধ করা নিয়ে এশার কথার যৌক্তিকতার সমর্থনও জানিয়েছেন অনেকেই।
সম্প্রতি এশা গুপ্তার অভিনীত ‘কমান্ডো ২’ ছবিটি মুক্তি পেয়েছে। ২০১২ সালে ‘জান্নাত টু’ ছবির মাধ্যমে ইমরান হাশমির বিপরীতে বলিউডে যাত্রা শুরু হয় এশার। এরপর এ জুটির ‘রাজ থ্রি’ ছবিটিও সুপারহিট হয়েছে। এশা অভিনীত ছবির তালিকায় আরও আছে ‘রাজ থ্রি’, ‘চক্রব্যুহ’, ‘হামশাকালস’ প্রভৃতি।
বিডি প্রতিদিন/এ মজুমদার