চলতি বছর শেষ হলেই ২০১৮ সাল থেকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার শুটিং শুরু হতে চলেছে পরের বছর থেকে। দুবাইয়ের ভারতীয় ধনকুবের বিআর শেট্টি এই সিনেমার পেছনে ৬৭০০ কোটি টাকা খরচ করবেন বলে জানিয়েছেন।
বিআর শেট্টি যিনি স্বাস্থ্য এবং আর্থিক লেনদেন নিয়েই সবসময় ব্যস্ত থাকেন, তিনি এই প্রথমবার সিনেমা প্রযোজনাতে আসতে চান। ভারতের পৌরাণিক মহাকাব্য মহাভারত নিয়ে তিনি এই ব্যয়বহুল সিনেমাটি নির্মাণ করবেন বলে রবিবার ঘোষণা করেছেন।
এনএমসি হেলথের যৌথ উচ্চপদস্থ কর্মকর্তা বিআর শেট্টি চলতি বছরের এপ্রিলেই জানান, তিনি সিনেমা প্রযোজনায় ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে চান এবং ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা তৈরি করতে চান।
রবিবার ছবির প্রযোজক বিআর শেট্টি এবং পরিচালক ভিএ শ্রীকুমার রবিবার এক সাংবাদিক সম্মলনে জানান, মোট ছ’ঘন্টার দু’টি ছবিকে সংযোগ করা হবে। তিনটি ভাষা মালায়ালাম, ইংলিশ ও হিন্দিতে ছবিটি হবে।
সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক বলেন, আবুধাবি, শ্রীলঙ্কা ও ভারতে এই ছবির শুটিং হবে। ১০০ দিনের মধ্যেই ছবির অভিনেতা–অভিনেত্রী এবং অন্য সব তথ্য দিয়ে দেওয়া হবে। ২০১৮ সালে এই ছবির শুটিং শুরু হবে এবং ২০২০ সালে মুক্তি পাবে। যার ১০০ দিনের মাথায় দ্বিতীয় ছবিটি মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/ ৫ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২