অনেকদিন ধরেই শোনা যাচ্ছে নির্মাতা অনিমেষ আইচ-এর ‘ভয়ংকর সুন্দর’ ছবিটির মুক্তি কথা। ধারণা করা হয়েছিল, এবার ঈদে হয়তো মুক্তি পাবে ‘ভয়ংকর সুন্দর’। কিন্তু না, দর্শকদের অপেক্ষার প্রহর আরেকটু বেড়ে গেল। জানা গেছে, ঈদের পর মুক্তি পাবে ছবিটি।
এ প্রসঙ্গে পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘ছবিটি মুক্তির জন্য এখনই তৈরি নই। ঈদের জন্য তাড়াহুড়ো করে মুক্তি দিতে চাই না। তাই ঈদের পরই দর্শকদের জন্য ছবিটি মুক্তি দিতে চাই।’
এদিকে, ছবিটিতে বিগ কাস্টিং হিসেবে ওপার বাংলার পরমব্রত থাকলেও ঈদে দর্শকদের মূল আকর্ষণ থাকে শাকিবকে ঘিরে। অন্যদিকে হলের সঙ্কট তো রয়েছেই। সব মিলিয়ে এ সময় ছবিটির মুক্তি খানিকটা ব্যবসায়িক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। আর এসব দিক চিন্তা করেই হয়তো ঈদ পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন পরিচালক অনিমেষ আইচ।
বিডি-প্রতিদিন/৫ জুন, ২০১৭/ওয়াসিফ