নন্দিত লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের গল্পে 'থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান' নামে একটি নাটক পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। নাটকটিতে অভিনয় করেছেন প্রাণ রায়, স্পর্শিয়া, জয়ন্ত চট্টোপাধ্যায়, ঝুনা চৌধুরী, সুভাশিষ ভৌমিক প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, সিনেমার নায়ক হতে চেয়েও চৌধুরী খালেকুজ্জামান পারেননি। কিন্তু সহজে দমে যাওয়ার পাত্র নন। পরে ভেবে দেখেন নায়ক হওয়া থেকে পরিচালক হওয়া সহজ। সেই ভাবনা থেকেই পরিচালক হওয়ার জন্য তোড়জোড় শুরু করেন। প্রচণ্ড নাটকীয়তায় শুরু হয় তালতলা গ্রামের চৌধুরী খালেকুজ্জামানের সিনেমার পরিচালক হওয়ার যাত্রা।
চ্যানেল আইতে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান'।
বিডি প্রতিদিন/২১ জুন, ২০১৭/ফারজানা