নব্বইয়ের দশকের হিট সিনেমাগুলোর একটি মিস্টার ইন্ডিয়া। আকর্ষণীয় কাহিনী, নায়ক অনিল কাপুর, হাওয়া হাওয়াইখ্যাত শ্রীদেবী আর ধূর্ত ভিলেন মোগ্যাম্বো অভিনীত ১৯৮৭ সালের এ সিনেমাটি সবদিক থেকেই ছিল অতুলনীয়।
সিনেমাটির মুক্তির ৩০ বছর পর এর নির্মাতারা বড় পর্দায় সেই একই জাদু ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করে। অনেক দিন ধরেই অবশ্য ‘মিস্টার ইন্ডিয়া ২’ হবে বলে গুজব শোনা যাচ্ছিল।
তবে ডেক্কান ক্রনিকলের খবর যদি সঠিক হয়, শিগগিরই সত্য হতে চলেছে এ গুজব। আর তা হবে আবার শ্রীদেবী আর অনিল কাপুরের উপস্থিতিতে। যারা এ হিট যুগলকে আরেকবার একসঙ্গে চাচ্ছিলেন তাদের জন্য সুখবর।
শোনা যাচ্ছে, অনিল-শ্রীদেবী মিস্টার ইন্ডিয়ায় করা তাদের পুরনো চরিত্রে ফেরত আসবেন এ সিনেমা দিয়ে। পাশাপাশি নতুন দুজন নায়ক-নায়িকা থাকবেন সিনেমায়, যারা আগেকার কাহিনী এগিয়ে নিয়ে যাবেন।
মাসখানেক আগেই প্রযোজক বনি কাপুর মিস্টার ইন্ডিয়া ২ নিয়ে কাজ করার জন্য নিজের আগ্রহ প্রকাশ করেছিলেন টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ‘মিস্টার ইন্ডিয়া ২ বানাতে পারলে আমি খুবই খুশি হব।
মিস্টার ইন্ডিয়া, ওয়ান্টেড, নো এন্ট্রির মতো আরো কিছু সিনেমা বানানোর জন্য আমি বেশ অধীর হয়ে আছি।’ মিস্টার ইন্ডিয়া ২ পরিচালনার দায়িত্ব অবশ্য বনি কাপুর নিচ্ছেন না। শোনা যাচ্ছে, সম্ভাব্য পরিচালকদের দৌড়ে রাকেশ, ওম প্রকাশ, মেহরা ও রবি উদিয়াওয়ার (মা) সব থেকে এগিয়ে আছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/ ২১ জুন, ২০১৭/ ই জাহান