সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন কলকাতার মডেল অনহিতা দাশগুপ্ত। সম্প্রতি একটি ম্যাগাজিন আয়োজিত এক প্রতিযোগিতার জন্য নগ্ন ফটোশুট করেন অনহিতা। ছবিতে শালীনতার লেশমাত্র না থাকায় তাকে নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। প্রকাশিত হয় ছবিতে কেবল গহনা দিয়েই লজ্জা আবরণ করেছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, সোশ্যাল সাইটে ছবিটিকে অশালীন বলে মন্তব্য করেছেন অনেকেই। ছবিটি অনহিতার ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে ওঠে নেগেটিভ কমেন্টে। প্রশ্ন ওঠে উঠতি এই মডেলের ব্যক্তিগত জীবন, তাঁর রুচি নিয়েও। তবে শুধুমাত্র ফটোশুটের খাতিরেই নগ্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মডেল হিসেবে তিনি শুধুমাত্র তাঁর কাজ করেছেন এমনটাই দাবি অনহিতার। অবশ্য নেটিজেনরা সমালোচনা করলেও তাঁর অনেক বন্ধুই এগিয়ে এসেছেন তাঁর সমর্থনে।
ডি-প্রতিদিন/২১ জুন, ২০১৭/মাহবুব