রণজিৎ তিওয়ারির লখনৌ সেন্ট্রাল ছবিতে উদ্যমী এক গায়ক হিসেবে আবির্ভূত হচ্ছে ফারহান, সব ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর ছবিটি দর্শকদের দেখার জন্য হলে চলে আসবে।
ফারহানের চরিত্র এখানে কিশান মোহান গিরহতরা, উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে এসেছে সে, গায়ক হিসেবে। কিন্তু এক খুনের দায়ে ফেঁসে যায় গিরহতরা এবং জেল হয় তার। কিন্তু জেল থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে, বুকে তখনো জিইয়ে রেখেছে নিজ গানের দল মানে ব্যান্ড গড়ে তোলার আশা।
সিরিয়াস কিন্তু সংগীতনির্ভর এ চলচ্চিত্রে ফারহান আখতারের সঙ্গে আরো আছে রবি কিশান, ডিয়ানা পেন্টি, গিপি গিরওয়াল প্রমুখ।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ ই জাহান