মার্কিন 'প্যারানরমাল অ্যাক্টিভিটি' তথা ভূতুরে সিনেমার বিষয়ে অনেকেই জানেন। কিন্তু বাস্তবে কেউ কি তাদের দেখা পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে একবার এই তারকা কি বলছেন সেটা জেনে নিন।
পঞ্চাশোর্দ্ধ হলিউড অভিনেতা রব লো জানিয়েছেন, তিনি এক আত্মার সঙ্গে নাকি কথা বলেছেন।
জানা গেছে, তিনি তাঁর দুই ছেলে ম্যাথিউ এবং জন-এর সঙ্গে জুটি বেঁধেছেন নতুন টিভি সিরিজ ‘The Lowe Files’-এর জন্য। বিভিন্ন দুর্গম এলাকায় ঘুরে বেড়িয়ে রহস্যের উদ্ঘাটনই এই শো-এর মূল বিষয়। আর এমনই এক ট্রিপে রব মুখোমুখি হন এক আত্মা।
রব জানিয়েছেন, একটি যন্ত্রের মাধ্যমে এই অশরীরীদের সঙ্গে কথা বলা যায়, তবে কিভাবে তা সম্ভব হয় তা তিনি জানেন না বলেও পরিষ্কার জানিয়েছেন। কোনও রহস্যের সমাধান না হলেও, বাবা-ছেলেদের এই যে ট্রিপ তাই যে অনেক স্মৃতি তৈরি করছে এটাই বড় ব্যাপার। তবে যাঁরা অশরীরীদের বিষয়ে কৌতুহলি তারা হয়তো আলোকপাত করতে পারবেন বিষয়টিতে।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ ই জাহান