ইরানে মুক্তি পাওয়া 'কর্মী চাই' নামের একটি সিনেমা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন দেশটির অনেক মানুষ। এর কারণ, যে সিনেমা হলে এই ছবিটির পোস্টার লাগানো হয়েছিল, বহু মানুষ না বুঝে সেই হলে চাকরির জন্য আবেদন করতে থাকে।
বিবিসির খবর, পোস্টারটি দেখে বহু লোকজন ভেবেছিলেন সেখানে নিয়োগ দেওয়া হবে। সেই অনুযায়ী তারা আবেদনপত্র পাঠায়। পরে বিষয়টা জানতে পেরে তারা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
ফার্ক নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, সিনেমা হল কর্তৃপক্ষ অবশ্য স্থানীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত এই খবরটি অস্বীকার করেছে। সিনেমা হলের ম্যানেজার পারভেজ আজাদী বলেন, বিভ্রান্ত হওয়ার কোনো অভিযোগ আমরা পাইনি।
তবে মানুষ প্রতারিত হোক না আর না হোক, চাকরির জন্য রাজধানী তেহরানমুখী তিনজন লোকের গল্প নিয়ে তৈরি 'কর্মী চাই' ছবিটি ইরানে খুবই জনপ্রিয়তা পেয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৭/মাহবুব