ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর এক ব্যতিক্রমধর্মী আয়োজন ছিল আজ শনিবার। সকালের নিয়মিত অনুষ্ঠান ক্যাপিটাল ব্রেকফাস্ট এর লিসেনারস এবং তাদের পরিবারের সবাইকে নিয়ে শীতের মিষ্টি সকালে জমে ওঠে এক জমজমাট আড্ডা, সাথে শীতের পিঠাপুলির আয়োজন।
ঢাকার বাইরে থেকে নিজেদের তৈরি করা নানারকম খাদ্যসামগ্রী কেক ও উপহার নিয়ে আরজে অরন্য ও আরজে তাহমিনার সাথে গল্প করতে ছুটে আসেন তারা। সকাল থেকে লাইভ আড্ডা আর পছন্দের গান নিয়ে চলা এই বিশেষ আয়োজনে অংশ নিতে এদিন জমজমাট ছিল ক্যাপিটাল এফ এম এর স্টুডিও।
শ্রোতারা বলেন, ক্যাপিটাল এফএম তাদের একমাত্র পছন্দ, এখানে তারা নিজেদের পছন্দের গান শুনতে শুনতে দিন শুরু করেন এবং সারাদিন ক্যাপিটাল এর সাথেই থাকেন।
বিডি-প্রতিদিন/০২ ডিসেম্বর, ২০১৭/মাহবুব