অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল বিয়ের গুঞ্জন; তবে দিনক্ষণ নিয়ে জটিলতা ছিল। এবার সেই তারিখটাও মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।
বর ব্যবসায়ী অর্জুন দেব। ভালোবেসেই অর্জুনকে বিয়ে করছেন পাওলি। অর্জুনের সঙ্গে পাওলির প্রথম পরিচয় ইতালিতে। সেখানেই প্রথম আলাপ। এর পর ধীরে ধীরে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ প্রেমের পর এবার ‘সামাজিক বন্ধনে’ আবদ্ধ হতে চলেছেন পাওলি-অর্জুন।
যেহেতু পাত্রপক্ষের বসবাস গুয়াহাটি, তাই সেখানে ১০ ডিসেম্বর বিয়ের রিসেপশন হবে। প্রথমে বিয়ের পুরো অনুষ্ঠানই গুয়াহাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু পরে সিদ্ধান্ত হয়, বিয়ে হবে কলকাতায় মেয়ের বাড়িতে। ৬ তারিখে পরিবারসহ গুয়াহাটি যাবেন পাওলি-অর্জুন।
অর্জুন গুয়াহাটির ব্যবসায়ী। কিন্তু কলকাতাতেই বেশিরভাগ সময় থাকেন তিনি। বালিগঞ্জে অর্জুনদের বাড়িও রয়েছে। বিয়ের পর পাওলি-অর্জুন সেখানেই থাকবেন বলে শোনা যাচ্ছে।
জানা গেছে, পুরোপুরি বাঙালি রীতিতে বিয়ে করছেন পাওলি। অর্জুন গুয়াহাটির বাসিন্দা হলেও তারাও বাঙালি। সুতরাং বিয়েতে বাঙালি নিয়ম-কানুনই থাকছে।
বিডিপ্রতিদিন/ ০৩ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান