বলিউড জোর গুঞ্জন, আরিয়ান, সুহানা, অ্যাব্রামের ঘরে কি নতুন অতিথি আসতে চলেছে। চমকে ওঠার মতোই খবর বটে। তবে আপাতত সেই জল্পনায় জল ঢেলেছেন শাহরুখ খান স্বয়ং। ঘটনাটি ছিল এই রকম।
'টেডটক্স ইন্ডিয়া নয়ি সোচ’' নামে একটি টক শো সঞ্চালনা করেন শাহরুখ। সম্প্রতি তার একটি এপিসোডে আকাঙ্ক্ষা নামটি উচ্চারণ করতে শাহরুখকে বহুবার টেক দিতে হয়। এরপর বাকচতুর শাহরুখ হঠাৎ বলেন, একটা নাম বলতে তার যখন এতবার রি-টেক দিতে হয়েছে, তখন তার চতুর্থ সন্তানের এই নামটিই রাখা উচিত। তাহলে সর্বক্ষণ আকাঙ্ক্ষা নামটি তিনি ডাকতে পারবেন।
বাদশার এই মন্তব্যের পরই গুজব রটে, আবার বাবা হতে চলেছেন শাহরুখ। যদিও সে রকম কোনও সম্ভাবনাই নেই বলে দিয়েছেন বর্তমানে 'জিরো' ছবির শুটিং-এ ব্যস্ত এসআরকে।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৮/আরাফাত