ঊর্বশী রাউটেলা। বলিউডের এ অভিনেত্রী সম্প্রতি হাজির হয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে। কালো গাউন পরে তার নজর কাড়া উপস্থিতি মুগ্ধ করেছে দর্শককে। কিন্তু অনেকেই তাকে এই গাউন পরে ফিল্মফেয়ারের মঞ্চে আসায় প্রশ্ন তুলেছেন। এমনকি অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতে ছাড়নেনি তারা। শুধু তাই নয়, ঊর্বশীকে ‘লজ্জাহীন’ বলেও আক্রমণ করা হয়েছে।
সাবেক মিস ইন্ডিয়া ঊর্বশী যখন কালো গাউন পরে ঝলমলিয়ে ওঠেন, সেই সময়ই কেউ কেউ তাঁকে অশ্লীল কটুক্তি করতে শুরু করেন।
একজন তাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন 'জনপ্রিয়তা অর্জনের জন্য আপনারা কেন এইভাবে শরীর দেখানো পোশাক পরেন।'
আরেকজন লিখেছেন, ঊর্বশী ‘ভারতীয় সংস্কৃতি ধ্বংস’ করছেন। ‘মার্কিন সংস্কৃতিতে শরীর দেখানোর রীতি থাকলেও, ভারতীয় সংস্কৃতিতে তা নেই’ বলেও বেশ কয়েকজন ফুঁসে ওঠেন ঊর্বশীর বিরুদ্ধে। যদিও, একাধিক আক্রমণের মুখে পড়েও এবিষয়ে কোনওরকম পাল্টা মন্তব্য করেননি ঊর্বশী।
বিডিপ্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান