Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ জানুয়ারি, ২০১৮ ১২:৪৮
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৮ ১৮:২৬

ক্যাটওয়াক করতে গিয়ে মঞ্চ কাঁপালেন দীপিকা! (ভিডিও)

অনলাইন ডেস্ক

ক্যাটওয়াক করতে গিয়ে মঞ্চ কাঁপালেন দীপিকা! (ভিডিও)
সংগৃহীত ছবি

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে। এরই মধ্যে এক কাণ্ড করে বসলেন এই অভিনেত্রী। ক্যাটওয়াক করতে গিয়ে পুরো মঞ্চ কাঁপালেন দিপু। যদিও ক্যারিয়ার শুরু ফ্যাশনজগত থেকেই। তাই র‍্যাম্পে কীভাবে চলতে হয়, কোথায় কখন দাঁড়াতে হয়, এসব জানা তাঁর। 

তবে এক ফ্যাশন শোতে ক্যাট ওয়াক করতে গিয়ে যা করলেন তা একেবারে ভাবার বাইরে।

সম্প্রতি দীপিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ক্যাট ওয়াক করতে গিয়ে হঠাৎ মঞ্চের উপর লাফিয়ে উঠছেন দীপিকা। কোমর দুলিয়ে হাঁটছেন, মঞ্চের উপর নিজের কীর্তিতে হেসে উঠছেন, মশকরা করছেন, কখনও আবার কোমর বেকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গিও করছেন। সেই ভিডিও ইন্টানেটে ছড়িয়ে পড়েছে।  

ভোগ বিএফএফ নামের এক অনুষ্ঠানেই দীপিকার এমন ভিডিও তোলা হয়েছে। সেখান দীপিকা ছাড়াও তাঁর বোন অনিশা পাডুকোন ও অভিনেত্রী নেহা ধুপিয়া ছিলেন। অনুষ্ঠানে দীপিকার এমন অদ্ভূত ক্যাট ওয়াক দেখে হাসিতে ফেটে পড়েন অনিশা ও নেহা।

পিকু, রাম লীলা, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো ছবিতে বিভিন্ন লুকে দেখা গেছে দীপিকাকে। চেন্নাই এক্সপ্রেসের মিনাম্মার চরিত্রে তো তাঁকে রীতিমতো কমেডি করেছেন তিনি। তবে ক্যাট ওয়াক করতে গিয়ে এমন কীর্তি এর আগে কখনও করতে দেখা যায়নি তাঁকে। আর তার জন্যই দীপিকার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। অবশ্য দীপিকার এমন মজার কীর্তি দেখা তাঁর অনুরাগীরা বেশ খুশি।

বিডিপ্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান


আপনার মন্তব্য