বাবা সঞ্জয় দত্ত, দাদা-দাদি সুনীল দত্ত ও নার্গিস কিংবা বড় ভাই গুরু দত্তের মতো সিনেমায় অভিনয় করেন না ত্রিশলা দত্ত। কিন্তু পারিবারিক কারণেই লাইমলাইটে থাকেন তিনি। যেমন বলিউডের স্টার কিড হওয়ায় সব সময় লাইমলাইটে থাকেন সারা আলি খান, জাহ্নবী কাপুর, সুহানা খানেরা। তাই সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করে আলোচনায় উঠে আসলেন ত্রিশলা।
ইনস্টাগ্রামের ছবিতে দেখা যায়, সাদা ট্রান্সপারেন্ট কাফতান পরে সমুদ্রের পাশে দাঁড়িয়ে রয়েছেন মোহময়ী ত্রিশলা। কোথাও আবার সমুদ্রের পাশে পুলের পানিতে পা ভিজিয়ে বসে থাকতেও দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের মেয়েকে। আবার কোথাও সাদা গাউন পরে পোজ দিচ্ছেন।
সবকিছু মিলিয়ে সারা, জাহ্নবীদের মতো ত্রিশলাও যে বলিউডে ডেবিউ করার জন্য এক্কেবারে তৈরি, তা কিন্তু বেশ স্পষ্ট হয়ে উঠে তার এই ছবিগুলোতে।
বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম