বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম ছিল এমন গুঞ্জন বা অভিযোগ নতুন কিছু নয়। ডন টু সিনেমায় দুইজনের রসায়ন সেই গুঞ্জনে আরও ঘি ঢেলে ছিল। কিন্তু সেই সময় প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের সম্পর্ক রয়েছে এমন অভিযোগ সংসার ভাঙার উপক্রম হয় শাহরুখ গৌরির। এর পর থেকেই প্রিয়াঙ্কা ও শাহরুখ সিদ্ধান্ত নেন তারা আর একসঙ্গে অভিনয় করবেন না।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মাকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক স্যালুট। সিনেমাটিতে বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের অভিনয়ের কথা থাকলেও ড্রিম প্রজেক্ট মহাভারত নিয়ে ব্যস্ততার কারণে সরে দাঁড়ান এ অভিনেতা। তার পরিবর্তে নির্মাতাদের শাহরুখ খানের নাম সুপারিশ করেন তিনি। স্যালুট সিনেমায় আমিরের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু পিকে অভিনেতা সরে যাওয়ায় প্রিয়াঙ্কার সিনেমাটিতে অভিনয় নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। কারণ শাহরুখের সঙ্গে এ অভিনেত্রীর পুরনো বিবাদ। অবশেষে বিবাদের জেরে সিনেমাটি থেকে বাদ পড়তে হচ্ছে প্রিয়াঙ্কাকে।
বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই তাই বলছেন শাহরুখের সংসার বাঁচাতেই রাকেশ শর্মাকে নিয়ে নির্মিত বায়োপিক স্যালুট থেকে বাদ পড়ছেন প্রিয়াঙ্কা!
এদিকে ডন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি নির্মাণের প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। আগের দুই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এবার এ জুটিকে দেখা যাবে কিনা তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘তারা কী বলছে এটা কোনো ব্যাপার নয়, ডন টিম, প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার তৃতীয় সিনেমার জন্য প্রিয়াঙ্কার বিকল্প খুঁজছেন।’
বিডিপ্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান