শুটিং হাউজে অল্পের জন্য আগুনের কবল থেকে রক্ষা পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।
জানা গেছে, ঢাকার উত্তরার পাঁচ নম্বর সেক্টরে রঙধনু শুটিং হাউজে মঙ্গলবার রাত সাড়ে ৯ টা নাগাদ মেকআপ রুমে হঠাৎ আগুন লাগে। তখন সেখানেই উপস্থিত ছিলেন অভিনেত্রী উর্মিলা।
উর্মিলা বলেন, রাত সাড়ে ৯ টা নাগাদ মেকআপ রুমে আগুন লাগে। তখন আমি, অভিনেতা আবুল কালাম আজাদ ও মিশু সাব্বির মেকআপ রুমে ছিলাম। হঠাৎ আগুন লাগলে রুম থেকে দৌঁড়ে বের হয়ে যাই। তখন শুটিং সেটের প্রডাকশনের মানুষদের সহায়তায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুনে আমার অনেকগুলো পোশাক পুড়ে গেছে। তবে শারীরিকভাবে কোনও ক্ষতি হয়নি।
তবে কীভাবে আগুন লেগেছে সেটি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি উর্মিলা কিংবা শুটিং হাউজের কেউই। জানা গেছে, রঙধনু শুটিং হাউজে উর্মিলা, আবুল কালাম আজাদ ও মিশু সাব্বির একটি নাটকের শুটিং করছিলেন। নাটকটি নির্মাণ করছেন সকাল আহমেদ।
বিডিপ্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান