মধ্য আমেরিকার দেশ এল সালভেদরে 'কুইন অব হার্ভেস্ট' শিরোনামে সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। মঞ্চে একের পর এক সুন্দরী আসা-যাওয়া করছিলেন। এরইমধ্যে আসেন এক প্রার্থী। মাথা বিশাল মুকুট। মঞ্চসজ্জার অংশ হিসেবে হাতে আগুনের মশাল নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন পুরুষ মডেল।
মঞ্চে স্বাভাবিকভাবেই প্রবেশ করেন ওই সুন্দরী। ধীরে ধীরে হেঁটে এগিয়ে আসেন। একটি মশাল থেকে আগুন লাগে পাখির পালকের মতো হালকা বস্তুর সাহায্যে তৈরি মুকুটে। প্রথমে তা টেরই পাননি ওই প্রতিযোগী। কিন্তু মঞ্চে উপস্থিত সবাই দৌড়ে এগিয়ে আসেন। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৮/ফারজানা