জনপ্রিয় রেডিও স্টেশন ক্যাপিটাল এফ এম ৯৪.৮-এ প্রতি বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত "ভালোবাসা With গুরু এহতেশাম" প্রচারিত হয়। আজ প্রচার হবে অনুষ্ঠানটির ২য় পর্ব।
প্রতি পর্বে একজন অতিথি থাকবেন। লাইভ অন এয়ারে লিসেনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তার ভালোবাসার গল্প।
১ম পর্বেই শ্রোতাদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করা "ভালোবাসা With গুরু এহতেশাম" অনুষ্ঠানটিতে এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে আপনিও ভালোবাসার গল্প শোনাতে পারেন। SMS করতে চাইলে CFM_NAME_LOCATION_LOVE STORY এই নিয়মে লিখে 6969 এই নম্বরে পাঠাতে হবে। আর লাইভ ফোনের জন্য ০২৫৫০৩৬৬৫৯ এই নম্বরে কল করতে হবে।
এছাড়া ক্যাপিটাল এফ এম ৯৪.৮ -এর শ্রোতারা ফেসবুক লাইভের জন্য ক্যাপিটাল এফ এম এর অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ চোখ রাখতে পারবেন। ইউটিউবেও "ভালোবাসা With গুরু এহতেশাম" শুনতে পাওয়া যাবে www.youtube.com/channel/UCkj2hEyEWbORsV16DBJqpjA এই লিঙ্কে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম