‘পদ্মাবত’ সিনেমার মুক্তি ঘিরে যখন বিক্ষোভে উত্তাল ভারতের বেশ কিছু রাজ্য, সেই সময় পাকিস্তানে দেখা গেল অন্য ছবি। পদ্মাবত নিয়ে পাকিস্তানে কোনও প্রতিবাদ, বিক্ষোভ হবে না। স্পষ্ট জানিয়ে দিল পাকিস্তানি প্রশাসন।
পাশাপাশি দীপিকা পাডুকনের সিনেমা নিয়ে ভারতের প্রতিবেশী ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে বলে খবর। পাকিস্তানের সেন্সর বোর্ডের প্রধান মোবাসির হাসান জানিয়েছেন, ‘পদ্মাবত’ নিয়ে পাকিস্তানে কোনও অসুবিধা নেই। গোটা দেশে সিনেমাটি দেখানো হবে বলেও দেশটির সেন্সর বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে।
এদিকে 'পদ্মাবত' সিনেমার মুক্তি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই ভারতের বিহার, রাজস্থান, মুম্বাই, পুনে। রাজপুতদের আত্মমর্যাদায় আঘাত করেছে, সেএই অভিযোগে উদয়পুর, জয়পুর, রাজস্থান সহ একধিক জায়গায় বিক্ষোভ শুরু করে রাজপুত কারনি সেনা। সংশ্লিষ্ঠ সংগঠনের তরফে কোথাও দোকান ভাংচুর করা হয় তো আবার কোথাও জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর