গত বছরের শেষ সপ্তাহে 'ময়ূরাক্ষী' সিনেমা উপহার দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে তার চরিত্র আর্যনীল এমন একটি চশমা পরে, যা অনেকটাই বলে দেয় চোখের ভাষা।
তবে কলকাতার এক বিখ্যাত অপটিক্যাল স্টোরে এসে প্রসেনজিৎ কিন্তু সেরা সানগ্লাসের তকমা দিলেন কিংবদন্তি অমিতাভ বচ্চনকে। কারণ, অমিতাভের ক্লাস আর স্টাইল দেখলে মনে হয় চশমা বা সানগ্লাস যেন তারই জন্যে তৈরি হয়েছে।
অনেকবারই প্রসেনজিৎ জিজ্ঞাসা করেছেন যে এই সানগ্লাস তিনি কোথা থেকে কিনে থাকেন। উত্তর পেয়েছিলেন কি না জানা য্য নি। তবে ‘প্রাক্তন’ ছবির সেকেন্ড হাফ-এ হ্যান্ডমেড সানগ্লাস ব্যবহার করেছিলেন প্রসেনজিৎ। সেটা বিশেষভাবে বানানো হয়েছিল প্রসেনজিতেরই জন্য।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর