‘পদ্মাবত’ সিনেমার মুক্তির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত। দীর্ঘ বাধা-বিপত্তি পার করে বৃহস্পতিবার মুক্তি পায় সঞ্জয় লীলা বনসালির ছবি ‘পদ্মাবত’। আর এরই মধ্যে দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি দিল কানপুরের একটি সংগঠন।
এ ব্যাপারে কানপুর ক্ষত্রিয় মহাসভার প্রেসিডেন্ট গজেন্দ্র সিংহ রাজাওয়াত বুধবার সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমরা কানপুরের সাধারণ মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছি। যিনি দীপিকার নাক কাটতে পারবেন, তাকে ওই টাকা পুরস্কার দেব।’’
এ দিকে রাজস্থান, হরিয়ানা, গুজরাত, মধ্যপ্রদেশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেন এক কংগ্রেস সমর্থক। সুপ্রিম কোর্ট আগেই সব রাজ্যে ‘পদ্মাবত’ মুক্তির নির্দেশ দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার বিজেপি শাসিত এই চার রাজ্য বাদে গোটা দেশে ছবিটি মুক্তি পায়।
তবে পদ্মাবত ইস্যুতে ছবি নির্মাতাদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার তিনি জানিয়েছেন, ছবি মুক্তির পর আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে রাজ্য। মমতা বলেন, ‘‘আমাদের রাজ্যে ছবিটি নিয়ে কোনো বাধা নেই। বজরং দল এটা (গোলমাল) করছে। যারা হাঙ্গামা করছে, বিজেপির উচিত তাদের নিয়ন্ত্রণে রাখা।’’ তবে পুলিশ আত্মবিশ্বাসী, বাংলায় ছবিটির অবাধ প্রদর্শনে অসুবিধা হবে না।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ