বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে। এর প্রভাব কারও কারও ক্যারিয়ারেও দেখা গেছে। কিন্তু বলিউডের এই অভিনেত্রীদের ক্যারিয়ারে উত্থান তাদের বিবাহবিচ্ছেদের পরই দেখা গিয়েছে।
তেমনই কয়েকজন অভিনেত্রী:
রাখি গুলজার: অল্প বয়সেই পরিবারের পক্ষ থেকে বাঙালি পরিচালক অজয় বিশ্বাসের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কিন্তু সে বিয়ে বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর 'শর্মিলি', 'লাল পাত্থর', 'পরশ' ইত্যাদি একের পর এক ছবির সাফল্য তাকে বলিউডের জনপ্রিয় করে তোলে।
মল্লিকা শেরাওয়াত
মল্লিকা শেরাওয়াত: করণ সিং গিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউডে আত্মপ্রকাশ ঘটে তার। বলিউডে নিজের প্রথম ছবি ‘মার্ডার’-এই বাজিমাত করেন মল্লিকা।
চিত্রাঙ্গদা সিং: ২০১৪-র এপ্রিলে গলফার জ্যোতি রণধাওয়ার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। বিনোদন জগতের পরিচিত মুখ হলেও বিবাহবিচ্ছেদের পরই বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
মাহি গিল
মাহি গিল: আগে ছোট পর্দায় বেশ কিছু কাজ আর কিছু আঞ্চলিক ছবিতে তাকে দেখা গেলেও বিবাহবিচ্ছেদের পর ‘দেব ডি’, ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার’-এর মতো ছবির করেন। আর এই ছবিগুলিতে তার অভিনয় মুগ্ধ করে দর্শকদের।
অদিতি রাও হায়দারি: ২১ বছর বয়সে তার বিয়ে হয় অভিনেতা সত্যদীপ মিশ্রর সঙ্গে। ২০১৩-এ একটি সাক্ষাৎরের মাধ্যমে সামনে আসে যে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। ‘ওয়াজির’, ‘ভূমি’র মতো ছবিতে এর পরই মুখ্য ভূমিকায় দেখা যায় তাকে।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা