টম ক্রুজ। হলিউডের সুদর্শন এ তারকার এতোদিন ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট ছিল না। তাই ভক্তদের কাছাকাছি থাকতে সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন টম।
গেল বৃহস্পতিবার রাতে তিনি অ্যাকাউন্টটি খুললেন। ২৪ ঘণ্টা পার হতে না হতেই ৬ লাখ ৬০ হাজারেরও বেশি অনুসারী পেয়ে গেলেন। বুঝা যাচ্ছে, বক্স অফিসে তার ছবি ব্যর্থ হলেও ভক্তদের মনে তার জন্য ভালোবাসা একটুও ফিকে হয়নি।
ইনস্টাগ্রামে এ তারকার প্রথম পোস্ট ছিল ‘মিশন ইমপসিবল’ নিয়ে। ক্যারিয়ারের সেরা সিরিজ মিশন ইমপসিবলের ষষ্ঠ ছবির নাম ঘোষণা করলেন তিনি। নতুন ছবির নাম ‘মিশন ইমপসিবল: ফল আউট’। মুক্তি পাচ্ছে এ বছরের ২৭ জুলাইয়ে।
আসন্ন ছবি ঘিরেই এখন টম ক্রুজের ধ্যানজ্ঞান। তাই দ্বিতীয় পোস্টে মিশন ইমপসিবলের নতুন ছবির একটি স্থিরচিত্র দিলেন। সেখানে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারকে ধরে শূন্যে ঝুলছেন তিনি। মিশন ইমপসিবলের নতুন ছবির শুটিং সেট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, এখানে হেলিকপ্টারের দৃশ্য দেখা যাবে প্রচুর।
১৯৯৬ সাল থেকে ইথান হান্ট নামে এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করে আসছেন টম। একেবারে শেষ মুহূর্তে এসে বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করা এবং প্রতিদ্বন্দ্বীকে চতুরতার সঙ্গে হারিয়ে দেয়ার খ্যাতি রয়েছে তার।
উল্লেখ্য, টমের সর্বশেষ ছবি ‘দ্য মামি’ মুক্তি পায় ২০১৭ সালে। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান