শাকিব খান এখন সুস্থ আছেন। আজ সারাদিন অস্ট্রেলিয়াতে ‘সুপার হিরো’ ছবির শুটিংও করেছেন তিনি। এর আগে, সেখানে পৌঁছনোর পর অসুস্থ হয়ে পড়েন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা। সেখানে চিকিৎসাও নেন তিনি। অতঃপর সুস্থ হয়ে আজ রবিবার সারাদিনই শুটিং করেছেন শাকিব।
অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানিয়েছেন ছবিটির আরেক অভিনেতা টাইগার রবি।
এর আগে, গত মঙ্গলবার শুটিংয়ে অংশ নিতে অস্ট্রেলিয়া যান শাকিব খান। সেখানে পৌঁছানোর পরপরই ঠাণ্ডাজনিত অসুস্থতা বেড়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।
প্রসঙ্গত, ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। তিনিও বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। এছাড়া ছবিটিতে অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবি, শম্পা রেজাসহ আরও অনেকেই।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব