দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাত গুণী শিল্পীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে 'শিল্পকলা পদক-২০১৭' দেওয়া হয়েছে। ওই ৭ গুণীর হাতে পদক তুলে দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৭’ প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর লোক সংস্কৃতি বিভাগে কাঙ্গালীনি সুফিয়া, কণ্ঠসংগীতে মিহির লালা, যন্ত্রসংগীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নাট্যকলায় এস এম মহসীন, চারুকলায় চন্দ্র শেখর দে, ফটোগ্রাফিতে নাসির আলী মামুন এবং নৃত্যকলায় শর্মিলা বন্দোপাধ্যায়কে দেয়া হয় পদক।
মো. নাসির উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদকপ্রাপ্ত প্রত্যেকের হাতে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও সনদ তুলে দেন রাষ্ট্রপতি।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্ক্ষলা ও জাতীয়তার চেতনা বিকাশে সহায়তা করবে।
আলোচনা ও পদক প্রদান শেষে অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক শো।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/এনায়েত করিম