'অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা শ্রীলেখা মিত্র'-মঙ্গলবার সকালে ফেসবুকে এ রকম একটা পোস্ট দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। বিস্ময়ের বিষয় হলো এই পোস্টটি আবার দিয়েছেন স্বয়ং শ্রীলেখা মিত্রই। হতভম্ব না হয়ে কি উপায় ছিল নেটিজেনদের।
ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, আসলে যাবতীয় বিভ্রান্তির সূত্রপাত একটি ইউটিউব চ্যানেলের খবর ঘিরে। যেখানে শ্রীলেখার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এমনভাবে প্রকাশিত হয়েছে, যা দেখলে অভিনেত্রীর ‘মৃত্যু সংবাদ’ বলেই মনে হওয়া স্বাভাবিক। এমন খবর ছড়িয়ে পড়তে সময়ও লাগেনি। যা পৌঁছে যায় শ্রীলেখার কাছেও।
পরবর্তীতে এবেলাকে শ্রীলেখা বলেন, এমন অভিজ্ঞতা বাবার জন্মে হয়নি। সকাল বেলায় চা খেতে খেতে নিজেরই মৃত্যুর খবর পড়ছি। যারা কখনো ফোন করেন না, তারাও ফোন করছেন।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৮/মাহবুব