গত বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার ও দোয়া মাহফিলে তারার মেলা বসেছিল। আলমগীর, ফারুক, সোহেল রানার মতো প্রবীণ শিল্পীদের পাশাপাশি উপস্থিত ছিলেন এই প্রজন্মের এক ঝাঁক নবীন শিল্পী। এরই ধারাবাহিকতায় এবারও বড় পরিসরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
আগামী শুক্রবার রাজধানীর রমনার পুলিশ কনভেনশন হলে এবারও অনুষ্ঠিত হবে এই ইফতার মাহফিল। এতে সংগঠনের তালিকাভুক্ত সকল নবীন-প্রবীণ শিল্পী ও কলাকুশলীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি বলেন, গতবারের মতো এবারও রমজানে প্রিয় মানুষগুলোকে একত্রিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। অনুষ্ঠানে প্রবীণ শিল্পীদের জন্য আলাদা চেয়ার সংরক্ষিত রাখা হচ্ছে।যাতে করে ওনাদের আসার পর কষ্ট করে দাঁড়িয়ে থাকতে না হয়। আশা করছি, চলচ্চিত্রের সকল শিল্পীরা সেখানে উপস্থিত থাকবেন।
জানা গেছে, অনুষ্ঠানে সমিতির সদস্য ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের অন্য ব্যক্তিরাও আমন্ত্রিত থাকবেন। এছাড়াও সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা এবং কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৮/মাহবুব